ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুয়েটে আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৪
কুয়েটে আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসবের দুই দিনব্যাপী বিতর্ক (বাংলা ও ইরেজি) ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা শুরু হয়েছে।

প্রতিযোগিতাটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম।


 
শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামের সামনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

এ সময় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের পতাকা উত্তোলন করেন কুয়েট ডিবেটিং সোসাইটির (কেডিএস) মডারেটর হেলাল-আন-নাহিয়ান ও কুয়েটের পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত পরিচালক (ছাত্র কল্যাণ) মো. ওসমান গনি নাঈম।

প্রতিযোগিতার উদ্বোধনকালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদকে এ ধরনের আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে উপাচার্য বলেন, সাংস্কৃতিক উন্নয়ন ছাড়া কোনো দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে যে ৩০ লাখ বাঙালি শহীদ হয়েছিলেন, তারা একটি প্রগতিশীল বাংলাদেশ দেখতে চেয়েছিলেন।

তিনি বলেন, বিতর্ক, আবৃত্তি, সঙ্গীতসহ সাংস্কৃতিক উন্নয়নের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের দিকে এগিয়ে যেতে হলে সংস্কৃতিমনা শিক্ষার্থীদের অগ্রপথিক হতে হবে।

অনুষ্ঠানের প্রথম দিনে প্রথম ও দ্বিতীয় রাউন্ডের বিতর্ক এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন শনিবার (২৯ নভেম্বর) বিতর্কের সেমিফাইনাল ও ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

লকপুর গ্রুপ, এসবিএসি ব্যাংক লিমিটেড, রকমারি.কম, টেকশপবিডি ও বিডিএফ-এর সহযোগিতায় অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম, দৈনিক যুগান্তর ও রেডিও ফূর্তি।

অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করছে ‘কেডিএস’ ও ‘অ’ এবং সার্বিক তত্ত্বাবধানে রয়েছে পরিচালক ছাত্রকল্যাণ কার্যালয়।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।