ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে জমে উঠেছে চাকরি মেলা

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৪
রাবিতে জমে উঠেছে চাকরি মেলা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি(রাজশাহী): দর্শনার্থী ও উৎসাহী শিক্ষার্থীদের অংশগ্রহণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শনিবার সকাল থেকে শুরু হওয়া দুইদিনব্যাপী ‘দ্বিতীয় সিটি ব্যাংক-আরইউসিসি জব ফেয়ার-২০১৪’ জমে উঠেছে। মেলার অনলাইন মিডিয়া পার্টনার বাংলানিউজটোয়েন্টিফোর.কম।



মেলার প্রথম দিন সফলভাবে শেষ হয়েছে উল্লেখ করে মেলার আয়োজক রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (আরইউসিসি) সভাপতি ইমরুল কবীর খান বাংলানিউজকে জানান, মেলার প্রথম দিনে অনেক শিক্ষার্থী মেলায় আসেন।

এ পর্যন্ত প্রায় ১২০০ শিক্ষার্থী মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সিভি জমা দিয়েছে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী লাবনী সরকার বলেন, বিশ্ববিদ্যালয়ে এ ধরনের মেলা শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে অনেক সহায়ক। অনেকে শিক্ষা জীবন শেষ করার পর কোথায় কিভাবে ক্যারিয়ার গড়ে তুলবেন তা বুঝে উঠতে পারেন না। এধরনের মেলা আয়োজনের ফলে তাদের অসুবিধা দূর হবে।

শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফোকলোর চত্বরে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন। মেলায় দেশের প্রায় ২০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (আরইউসিসি) উদ্যোগে আয়োজিত এ মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো সরাসরি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ, চাকরির তথ্য প্রদান, সেরা চাকরি প্রার্থীদের বাছাইকরণ এবং সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের নিয়োগ প্রদান করবে।

মেলা উপলক্ষে ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক ১৫টি সেমিনারের আয়োজন করা হয়েছে। শনিবার সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে দিনব্যাপী ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন ও ডিন্স কমপ্লেক্স কনফারেন্স কক্ষে আরো চারটি সেমিনার অনুষ্ঠিত হবে।

এছাড়া সমাপনী দিনে রোববার বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান, আলোচনা সভা, ক্রেস্ট প্রদান অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মিজানউদ্দীনসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থাকবেন। পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

** রাবিতে দুই দিনব্যাপী ‘জব ফেয়ার’ শুরু শনিবার

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।