ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু

ইবি শিক্ষার্থী-পুলিশ মুখোমুখি

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪
ইবি শিক্ষার্থী-পুলিশ মুখোমুখি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাসচাপায় শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় অর্ধশতাধিক বাস পুড়িয়ে দেওয়ার পর পুলিশ ও শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ওপর থেমে থেমে টিয়ারশেল নিক্ষেপ করছে পুলিশ।



রোববার (৩০ নভেম্বর) দুপুর পৌনে ২টা পর্যন্ত অর্ধশতাধিক টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ার হোসেন পুলিশকে থামানোর চেষ্টা করেন।

পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনায় অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। তবে, তাদের নামপরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র টিটু নিহত হওয়ার জের ধরে বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অর্ধশত বাস পুড়িয়ে দেয়।

এ সময় পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ছুড়লে শিক্ষার্থীরা পুলিশকে পাল্টা আক্রমণ করে  ক্যাম্পাসের বাইরে বের করে দেয়। পরে, পুলিশ সদস্যরা পুনরায় ক্যাম্পাসের শিক্ষকদের আবাসিক এলাকায় অবস্থান নিয়ে শিক্ষার্থীদের লক্ষ করে টিয়ার গ্যাস ছোড়ে।

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. ‍তালুকদার লোকমানকে ক্যাম্পাসে দেখা যায়নি। তার নির্দেশে শিক্ষার্থীদের ওপের পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করছে বলে অভিযোগ শিক্ষকদের।

আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল জানান, ক্যাম্পাসে যেকোন সমস্যা প্রক্টর উপস্থিত থেকে সামাধান করেন এটাই রীতি। কিন্তু শিক্ষার্থী নিহতের ঘটনায় প্রক্টর শিক্ষার্থীদের ওপর গুলির নির্দেশ দিয়ে পালিয়ে গেছেন।

** বাসচাপায় ইবি ছাত্র নিহত, অর্ধশত বাসে আগুন

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।