ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নোবিপ্রবির নতুন প্রোভিসি ড. আবুল হোসেন

নোবপ্রিবি করসেপন্ডন্টে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৪
নোবিপ্রবির নতুন প্রোভিসি ড. আবুল হোসেন ড. মো. আবুল হোসেন

নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপ-উপাচার্য হিসেবে যোগদান করেছেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আবুল হোসেন।

নোবিপ্রবি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ১২(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ তাকে চার বছরের জন্য নিয়োগ দেন।


 
প্রফেসর আবুল হোসেন ১৯৫৪ সালের ১ জুলাই লক্ষ্মীপুরের মহাদেবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৭ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে জাপানের ওসাকা ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ, কাগোশিকা ও কিউশু বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন।

কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ছাড়াও তিনি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

২০১২ সালের মার্চ মাসে নোবিপ্রবিতে যোগদানের পূর্বে তিনি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কর্মরত ছিলেন। স‍ুদীর্ঘ ৩৭ বছরের শিক্ষকতা, গবেষণাসহ কর্মজীবনে বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় জার্নাল, সাময়িকী ও সংবাপত্রে তার প্রকাশিত গবেষণা ও অন্যান্য প্রকাশনার সংখ্যা প্রায় চার শতাধিক।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।