ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে ‘ক্লিন ক্যাম্পাস, সেভ ক্যাম্পাস’ কর্মসূচির উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৪
বাকৃবিতে ‘ক্লিন ক্যাম্পাস, সেভ ক্যাম্পাস’ কর্মসূচির উদ্বোধন

ময়মনসিংহ: ময়মনসিংহে প্রতিষ্ঠিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রলীগের উদ্যোগে ‘ক্লিন ক্যাম্পাস, সেভ ক্যাম্পাস’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের হ্যালিপেড চত্বরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল হক।



এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক খন্দকার, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুল হাসান, সাধারণ সম্পাদক অধ্যাপক আবু হাদী নূরানী খান, রেজিস্ট্রার আব্দুল খালেক, প্রক্টর ড. মো. হারুন অর রশিদ, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি ডা. মো. মোর্শেদুজ্জামান খান বাবু, সাধারণ সম্পাদক ডা. মো. সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ কর্মসূচি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাড চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালিও বের হয়। র‌্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফের সেখানে গিয়ে শেষ হয়।

এ সময় ছাত্রলীগ নেতা-কর্মীরা ৭ টি গ্রুপে ভাগ হয়ে ক্যাম্পাসে ঝুড়ি হাতে পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান শুরু করে।

এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি ডা. মো. মোর্শেদুজ্জামান খান বাবু জানান, আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে। এ কর্মসূচির আওতায় জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচিও পালন করা হবে।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।