ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ধামরাইয়ে ঝুঁকিপূর্ণ শ্রেণিকক্ষে চলছে পাঠদান

ধামরাই থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৪
ধামরাইয়ে ঝুঁকিপূর্ণ শ্রেণিকক্ষে চলছে পাঠদান

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাই উপজেলার শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান চলছে গাছের নিচে ও ঝুঁকিপূর্ণ শ্রেণিকক্ষে। আর এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন শিক্ষকসহ অভিভাবকমহল।



উপজেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ণ কাজ হলেও ৮৬ বছরের পুরনো সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি।

১৯২৯ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে ৩৫০ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষক রয়েছেন মাত্র পাঁচজন। আধাপাকা ভঙ্গুর ও বিপদজনক শ্রেণিকক্ষে চলছে বিদ্যালয়ের কার্যক্রম। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।

সরকারিভাবে ৫ বছর পূর্বেই উপজেলার সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবন হিসেবে ঘোষণা করা হয় এটাকে। এরপরও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। বিদ্যালয়টির চারদিকে রয়েছে অসংখ্য ফাটল, উপরের চালা ভেঙ্গে পড়েছে, বৃষ্টি হলেই পানি পড়ে শ্রেণিকক্ষে। প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা বাধ্য হয়ে ক্লাস করছে গাছ তলায়।

কোনো কোনো শ্রেণিকক্ষের চালে বাঁশের ঠেকনা দিয়ে চলছে পাঠদান। উদ্বিগ্ন অভিভাবকদের দাবি দ্রুত সংস্কারের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

এ প্রসঙ্গে উপজেলার শিক্ষা অফিসার দৌলতুর রহমান বলেন, উপজেলার ১২৯টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৪টির অবস্থা খুব নাজুক। বৃষ্টি হলেই শ্রেনিকক্ষের ভেতরে পানি পড়ে। টিন শিটের যে ঘরটি রয়েছে তা শিগগিরই মেরামতের ব্যবস্থা নিচ্ছি।

ওই বিদ্যালয়ের জন্য কিছু টাকা বরাদ্দ আছে, শিগগিরই দিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এছাড়াও যেহেতু স্কুলের নিজস্ব জায়গা আছে তাই ভবন তৈরির আলাপ চলছে বলেও জানান শিক্ষা অফিসার।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।