ঢাকা: এসএসসি পরিক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ ও পরীক্ষা সমাপ্তি নিশ্চিত করতে ছাত্রলীগের নেতৃত্বে পরীক্ষার কেন্দ্র পাহারা দিচ্ছে ছাত্রসংগ্রাম পরিষদ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ছাত্রলীগের সভাপতির এইচএম বদিউজ্জামান সোহাগের নেতৃত্বে কেন্দ্রীয় ছাত্রসংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ আজিমপুর গার্লস স্কুল, রহমত উল্লাহ হাইস্কুল, ওয়েস্ট অ্যান্ড, অগ্রণী, গভ: ল্যাবরেটরি স্কুল ও এর আশপাশের এলাকা পরিদর্শন করে।
কেন্দ্রীয় ছাত্রসংগ্রাম পরিষদের পরিদর্শন টিমে আরও ছিলেন ছাত্র মৈত্রির সভাপতি বাপ্পাদিত্য বসু, জাসদ ছাত্রলীগের সভাপতি জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি শামসুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, ছাত্র আন্দোলনের সভাপতি মঞ্জুরুল ইসলাম, ছাত্রলীগের সহ-সভাপতি জয়দেব নন্দি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ওমর শরীফ প্রমুখ।
এর আগে এক সংবাদ সম্মেলনে এসএসসি ও সমমানের পরীক্ষা নির্বিঘ্নে সমাপ্ত করতে ঢাকাসহ সারাদেশে ছাত্রলীগের নেতৃত্বে ছাত্রসংগ্রাম পরিষদ কেন্দ্রর আশপাশে অবস্থান নিয়ে পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের ঘোষণা দেয়। এরই অংশ হিসেবে আজ সারাদেশে তারা পরীক্ষার্থীদের নিরাপত্তায় নিয়োজিত আছে বলে জানিয়েছেন ছাত্রসংগ্রাম পরিষদের আহ্বায়ক ও ছাত্রলীগের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ।
এছাড়াও গতরাতে ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান আনিস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামকে তার ফেসবুকে পরীক্ষা নির্বিঘ্নে সমাপ্ত করতে কেন্দ্রর আশপাশে নেতাকর্মীদের অবস্থান নেওয়ার নির্দেশনা দিতে দেখা গেছে।
বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫