ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

অধ্যাপক আবুল হোসেনকে যবিপ্রবির ট্রেজারার নিয়োগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
অধ্যাপক আবুল হোসেনকে যবিপ্রবির ট্রেজারার নিয়োগ অধ্যাপক আবুল হোসেন

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন যশোর সরকারি এমএম কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক শেখ আবুল হোসেন।

রাষ্ট্রপতি ও যবিপ্রবি চ্যান্সেলর মো. আব্দুল হামিদ আগামী চার বছরের জন্য তাকে এ নিয়োগ দেন।



যবিপ্রবির জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক হায়াতুজ্জামান মুকুল বাংলানিউজকে জানান, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি ফ্যাক্সবার্তা পাঠানো হয়েছে।

‍এর আগে অধ্যাপক শেখ আবুল হোসেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ কলেজ পরিদর্শক, খুলনা বয়রা সরকারি মহিলা কলেজ ও মেহেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

বর্তমান তিনি সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সহকারী কমান্ডার হিসেবে দায়িত্বে রয়েছেন। তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।