গণ বিশ্ববিদ্যালয়: দেশব্যাপী হরতাল-অবরোধের নামে সহিংসতা ও মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে মানববন্ধন করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকে ‘সহিংসতা নয়, শান্তি চাই’ শিরোনামে তারা মানববন্ধন করে।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মীর মুর্ত্তজা আলী বাবু, সাংবাদিক সমিতির সব সদস্যসহ সাধারণ শিক্ষার্থী ও সামাজিক সংগঠন বন্ধন একাত্মতা প্রকাশ করে। মানববন্ধনটি শান্তিপূর্ণভাবে শেষ হয় ও বিভিন্ন রঙের স্লোগান সমৃদ্ধ পোস্টার, ফেস্টুন লক্ষ্য করা গেছে।
মানববন্ধনে মীর মুর্ত্তজা আলী বাবু বলেন, আমরা বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাই, আপানারা দ্রুত এ সমস্যার সমাধান করেন। কেননা চলমান হরতাল-অবরোধের কারণে আমাদের শিক্ষা ব্যবস্থা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫