ঢাকা: বেসরকারি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের তৃতীয় সমাবর্তন ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের প্যারেড গ্রাউন্ডে সকাল ১০টায় শুরু হবে সমাবর্তন অনুষ্ঠান।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, সমাবর্তনে রাষ্ট্রপতি আবদুল হামিদের মনোনীত প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সভাপতিত্ব করবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. প্রাণগোপাল দত্ত সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। বিশেষ অতিথি থাকবেন শিক্ষা সচিব নজরুল ইসলাম খান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক এম. নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোর্শেদা চৌধুরী উপস্থিত থাকবেন।
সমাবর্তনে ৩জন মেধাবী শিক্ষার্থীকে স্বর্ণপদক এবং ২ হাজারের বেশি শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর সনদপত্র দেওয়া হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫