ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের পুনর্মিলনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৬ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের পুনর্মিলনী বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের প্রাক্তন ছাত্রদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা কলেজের শহীদ খুররম অডিটরিয়ামে আলোচনা সভার মাধ্যমে পুনর্মিলনীর উদ্বোধন করেন অর্থনীতি বিভাগের প্রথম বিভাগীয় প্রধান ইউ এস জেড সুলতানা বেগম।


 
ঢাকা কলেজের অধ্যক্ষ তুহিন আফরোজ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- উপাধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন মোল্লাহ, প্রাক্তন বিভাগীয় প্রধান রোকসানা আলম কাদরী, বর্তমান বিভাগীয় প্রধান লায়লা আরজুমান্দ বানু, সহকারী অধ্যাপক শামিম আরা বেগম, পারভীন সুলতানা হায়দার, উদযাপন পরিষদের আহ্বায়ক কামরুজ্জামান আকন প্রমুখ।
 
পুনর্মিলনী উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদচারনায় অনুষ্ঠানস্থল মিলনমেলায় পরিণত হয়।
 
দিনব্যাপী এই অনুষ্ঠানে ছিল আনন্দ মিছিলি, ৠালি, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
 
বাংলাদেশ সময়: ০২৩৬ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।