ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

শিক্ষা

রাবির হল থেকে শিক্ষার্থী আটক

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৬, মার্চ ২, ২০১৫
রাবির হল থেকে শিক্ষার্থী আটক

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হল থেকে ফিরোজ আহমেদ নামে এক আবাসিক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।  
 
রোববার (০১ মার্চ) রাত ১০টার দিকে তাকে আটক করা হয়।

তবে, কি কারণে তাকে আটক করা হয়েছে তা জানা যায় নি।
 
ফিরোজ আহমেদ বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।  
 
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বাংলানিউজকে বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে ওই শিক্ষার্থীকে হল থেকে আটক করা হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সেখানে ছিলেন।  
 
ফিরোজকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে সোপর্দ করা হচ্ছে। তবে, কি কারণে তাকে আটক করা হয়েছে তা জানান নি ওসি।
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।
 
বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।