ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবির গাড়িতে আগুন

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
বাকৃবির গাড়িতে আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পরিবহন শাখার একটি পুরাতন গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার গ্যারেজে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

পরে ঘটনাস্থল থেকে একটি কাঁচের বোতল উদ্ধার করা হয়।

বাকৃবির পরিবহন কর্মকর্তাদের দাবি, পেট্রোলবোমার ছুড়ে গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সূত্র জানায়, রাত ৩টার দিকে পরিবহন শাখার এক নিরাপত্তা কর্মকর্তা পরিবহন শাখার ভিতরে আচমকা শব্দ শুনতে পান। তিনি দ্রুত দৌড়ে গিয়ে পুরাতন গাড়িতে আগুন জ্বলতে দেখলে দ্রুত প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে জানান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন প্রধান নিরাপত্তা কর্মকর্তা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাকৃবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা মহিউদ্দিন হাওলাদার বাংলানিউজকে বলেন, গাড়িটি পরিত্ত্যক্ত অবস্থায় দীর্ঘদিন গ্যারেজে পড়ে ছিল। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে কিছুই বলতে পারেননি তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।