ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

যবিপ্রবি’র ১০ ছাত্র বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২০, মার্চ ২৮, ২০১৫
যবিপ্রবি’র ১০ ছাত্র বহিষ্কার

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১০ ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



একই সঙ্গে ৯ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

যবিপ্রবি’র জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক কাজী হায়াতুজ্জামান মকুল বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ট্রেজারার শেখ আবুল হোসেনের সভাপতিত্বে সভায় সব অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মিতক্রমে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১০ ছাত্রকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একইসঙ্গে ট্রেজারার শেখ আবুল হোসেনকে আহ্বায়ক ও ছাত্র উপদেষ্টা মীর মোশাররফ হোসেনকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিবে। এরপর অভিযুক্তদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাময়িক বহিষ্কৃতদের নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করতে রাজি হননি সহকারী পরিচালক হায়াতুজ্জামান মুকুল। তিনি জানান, রোববার তাদের নাম প্রকাশ করা হবে।

তবে, যবিপ্রবি’র একাধিক নির্ভরযোগ্য সূত্র বাংলানিউজকে জানায়, যবিপ্রবি ছাত্রলীগের সহ-সভাপতি শাকিল মাহমুদ ও সঞ্জয় ব্যানার্জী, যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন ও ওয়াহিদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাজন, আশিকুর রহমান অয়ন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ শুভ’র নাম এ তালিকায় রয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।