ঢাকা বিশ্ববিদ্যালয়: অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের মধ্যে কর্মক্ষেত্রে আকর্ষণীয় সাফল্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাদির জুনাইদ ‘অস্ট্রেলিয়ান অ্যালামনাই এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৫’ পেয়েছেন।
বুধবার (০৮ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার ওয়েস্টিন হোটেলে অস্ট্রেলিয়ান হাইকমিশন আয়োজিত এক অনুষ্ঠানে ড. জুনাইদের হাতে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী।
এ সময় ঢাকায় অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগ উইলকক উপস্থিত ছিলেন।
অ্যাকাডেমিক সাফল্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনটি স্বর্ণপদকপ্রাপ্ত ড. জুনাইদ কমনওয়েলথ স্কলার হিসেবে কিংস কলেজ, ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে এমএ ডিগ্রি এবং অস্ট্রেলিয়া সরকারের এন্ডেভার স্কলারশিপ প্রাপ্তির মাধ্যমে সিডনির ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস থেকে পিএইচডি করেছেন।
অস্ট্রেলিয়া সরকার অ্যান্ডেভার স্কলারশিপ অ্যান্ড ফেলোশিপ প্রোগ্রামের আওতায় এই পুরস্কার দিয়ে থাকে।
বাংলাদেশ সময়: ০২২৭ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
এসএ/এমজেএফ