ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন হচ্ছে

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

সিরাজগঞ্জ: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
 
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।



তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত অর্থায়নের মাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়টি বাস্তবায়ন করা হবে। এর মধ্যে দিয়ে বাংলাদেশ তথা সিরাজগঞ্জবাসীর প্রাণের দাবি পূরণ হতে যাচ্ছে।

আগামী ৮ মে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলেও জানান মন্ত্রী।

সিটি নির্বাচন প্রসঙ্গে নাসিম বলেন, সাধারণ মানুষ উন্নয়নে বিশ্বাসী। তারা সন্ত্রাস, নৈরাজ্য চান না। জামায়াত-বিএনপি তিন মাস ধরে যে তাণ্ডব চালিয়েছে তা নগরবাসী মেনে নেন নি। এ নির্বাচনে জামায়াত-বিএনপিকে ভোটের মাধ্যমে প্রত্যাখান করবে নগরবাসী। উন্নয়নের স্বার্থে তারা আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করবে।

এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার এস এম এমরান হোসেন ও সিভিল সার্জন ডা. শামসুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ