ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবিতে শিক্ষিকা লাঞ্ছিতের ঘটনায় কুবি শিক্ষকদের নিন্দা

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
জবিতে শিক্ষিকা লাঞ্ছিতের ঘটনায় কুবি শিক্ষকদের নিন্দা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লোক প্রশাসন বিভাগের এক শিক্ষিকাকে লাঞ্ছনার প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকরা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) কুবির শিক্ষকদের পক্ষে লোক প্রশাসন বিভাগের প্রভাষক মো. জিয়া উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।



প্রতিবাদ লিপিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকদের পক্ষে অর্ধশতাধিক শিক্ষক স্বাক্ষর করেন।

গত ২৬ এপ্রিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী কর্তৃক লাঞ্ছনার শিকার হন জবির লোক প্রশাসন বিভাগের ওই শিক্ষিকা।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ে এ ধরণের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক ও ক্ষমার অযোগ্য। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

এছাড়া প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখে সংগঠিত যৌন নিপীড়নের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ