ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মুক্তিযোদ্ধা-শিক্ষক প্রদীপ কুমারের মৃত্যুতে মন্ত্রীর শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, মে ২, ২০১৫
মুক্তিযোদ্ধা-শিক্ষক প্রদীপ কুমারের মৃত্যুতে মন্ত্রীর শোক ছবি : প্রতীকী

ঢাকা: পিরোজপুরের নাজিরপুরের বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও শিক্ষক প্রদীপ কুমার দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক।

মুক্তিযোদ্ধা প্রদীপ দাস শুক্রবার (০১ মে) রাতে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন-শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তিনি শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সুবোধ চন্দ্র ঢালীর জেঠাতো ভাই ছিলেন।

সুবোধ চন্দ্র জানান, প্রদীপ দাস মাস দু’য়েক ধরে লিভারের রোগে অসুস্থ হয়ে ঢাকা ও কলকাতায় চিকিৎসা নিচ্ছিলেন।

তিনি নাজিরপুর কাইলানী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক ছিলেন। এছাড়া দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি ছিলেন। সদালাপী, সমাজসেবী প্রদীপ দাস স্থানীয় শরৎ স্মৃতি পাঠাগারের সভাপতিসহ সামাজিক-সাংস্কৃতিক-ধর্মীয় সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।

মুক্তিযোদ্ধা হিসেবে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, মে ০২, ২০১৫
এমআইএইচ/কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ