ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিতে তথ্য-প্রযুক্তি বিষয়ক সংগঠনের আত্মপ্রকাশ

শাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, মে ৪, ২০১৫
শাবিতে তথ্য-প্রযুক্তি বিষয়ক সংগঠনের আত্মপ্রকাশ

শাবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কম্পিউটার ও তথ্য-প্রযুক্তি বিষয়ক একটি নতুন সংগঠনের যাত্রা শুরু হয়েছে।

সোমবার (০৪ মে) ‘বাইনারী’ নামে তথ্য-প্রযুক্তি বিষয়ক এ সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।



এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহ‍ম্মদ জাফর ইকবাল কেক কেটে এর উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী।

সংগঠনের আহ্বায়ক রিপন সরকার জানান, শিক্ষার্থীদের কম্পিউটার ও তথ্য-প্রযুক্তির বিভিন্ন ব্যবহার, প্রোগ্রামিংয়ের প্রাথমিক ধারণা দেওয়ার লক্ষে আমরা কাজ করব।

এছাড়া নতুন সদস্য সংগ্রহের লক্ষে সংগঠনের সাংগঠনিক সপ্তাহ সোমবার থেকে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় স্থাপিত টেন্টে এর কার্যক্রম চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, মে ০৪, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ