ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবিতে বাঁধনের ডোনার সংবর্ধনা

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, মে ৫, ২০১৫
জবিতে বাঁধনের ডোনার সংবর্ধনা

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্বেচ্ছায় রক্তদাতার সংগঠন ‘বাঁধন’ ডোনারদের সংবর্ধনা দিয়েছে।

মঙ্গলবার (০৫ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সংগঠনটির নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ ডোনার সংবর্ধনা দেওয়া হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ত্যাগেই প্রশান্তি, এর উৎকৃষ্ট উদাহরণ হলো ‘বাঁধন’। ত্যাগের মতো মহৎ কাজ আর হতে পারে না।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জবি রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবুল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ‘বাঁধন’র শিক্ষক উপদেষ্টা মিন্টু আলী বিশ্বাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ০৫ মে, ২০১৫
আইএএ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ