ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যবিপ্রবির সমাবর্তনে অগ্রণী ব্যাংকের অর্থ সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, মে ৫, ২০১৫
যবিপ্রবির সমাবর্তনে অগ্রণী ব্যাংকের অর্থ সহায়তা ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তন উপলক্ষে অগ্রণী ব্যাংকের পক্ষ থেকে দুই লাখ টাকা অর্থ সহায়তা করা করেছে।

মঙ্গলবার (০৫ মে) দুপুরে যবিপ্রবির পক্ষে উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার এ সহায়তার চেক গ্রহণ করেন।



এ সময় উপস্থিত ছিলেন, যবিপ্রবির ট্রেজারার প্রফেসর শেখ আবুল হোসেন, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব এবং অগ্রণী ব্যাংকের উপ মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান (যশোর) মো. ওয়াদুদ আলী, এসপিও রবীন্দ্রনাথ চন্দ্র ও পিন্সিপ্যাল অফিসার (যবিপ্রবি শাখা) মো. শরিফুল ইসলাম।

এ সময় উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে অগ্রণী ব্যাংককে এ সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন ভবিষ্যতে অগ্রণী ব্যাংকের সঙ্গে যবিপ্রবির পারস্পরিক সহযোগিতা যেন অব্যাহত থাকে।

এরআগে, গত ৯ ফেব্রুয়ারি যবিপ্রবির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়।

শিগগিরই সমাবর্তনের নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে যবিপ্রবি সূত্র।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, মে ০৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ