ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সব শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, মে ১০, ২০১৫
সব শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেরপুর: শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান বলেছেন, আগামী এক বছরের মধ্যে দেশের সব কলেজে হাইটেক কানেকশন দেওয়া হবে।

যে সব প্রতিষ্ঠানে বিদ্যুত নেই, সেই সব প্রতিষ্ঠানে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা করা হবে।

খুব দ্রুত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস পরিচালিত হবে।

রোববার (১০ মে) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাপাসিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রতি বছর দেশে চল্লিশ লাখ শিশু জন্ম নেয়। এর মধ্যে ত্রিশ লাখ শিশু ক্লাস ফাইভ এবং বিশ লাখ শিক্ষার্থী জেএসসি ও পনের লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তার মধ্যে   আটলাখ পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রতি বছর কমপক্ষে যেন ত্রিশ লাখ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করা যায়।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এমএ হাকাম হীরার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন-জেলা শিক্ষা বিভাগের প্রধান প্রকৌশলী দেওয়ান মো. হানজানা, শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাকীর হোসেন, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আবু সাঈদ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.জিয়াউল হোসেন, সহ-সভাপতি মো. আব্দুস সবুর, সাধারণ সম্পাদক মো. ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক যোগেন রায় প্রমুখ।

আলোচনা শেষে সচিব বিদ্যালয়টির ছয়তলা ভবন নির্মাণের স্মৃতি চিহ্নের উন্মোচন করেন।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, মে ১০, ২০১৫
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ