ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেতনের দাবিতে বাকৃবিতে অবস্থান ধর্মঘট

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, মে ১১, ২০১৫
বেতনের দাবিতে বাকৃবিতে অবস্থান ধর্মঘট

বাকৃবি (ময়মনসিংহ): বেতন-ভাতার দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা।  
 
সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালিত হয়।


 
কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত ও অবস্থান কর্মসূচি চলাকালে কর্মচারী সমিতির নেতারা বক্তব্য রাখেন।
 
বক্তারা বলেন, মাসের শুরুতে বেতন-ভাতা প্রদান করা হলেও এপ্রিল মাসের বেতন-ভাতা এখন পর্যন্ত পাননি কর্মকর্তা-কর্মচারীরা। ভিসি অনুপস্থিত থাকায় বেতন-ভাতা নিয়ে জটিলতা সৃষ্টির ফলে ভোগান্তির শিকার হচ্ছেন তারা।
 
বেতন-ভাতার বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলে বুধবার থেকে প্রশাসনিক ভবন ও কেন্দ্রীয় লাইব্রেরি ঘেরাও করে অবস্থান ধর্মঘট পালন করা হবে বলে জানান বক্তারা।
 
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মে ১১, ২০১৫
এমজেড/

** বেতন তুলতে পারছেন না শিক্ষক-কর্মকর্তারা   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ