ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবির প্রশাসনিক ভবন ও কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, মে ১৩, ২০১৫
বাকৃবির প্রশাসনিক ভবন ও কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি: বেতন-ভাতার দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রশাসনিক ভবন ও কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা।

বুধবার (১৩ মে) বেতন-ভাতার দাবিতে ধর্মঘটের তৃতীয় দিনে বেলা সাড়ে ১১টার দিকে প্রশাসনিক ভবন ও কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় ‍তারা।



পরে প্রশাসনিক ভবনের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ সমাবেশে করে কর্মচারীরা। সমাবেশে কর্মচারীরা বলেন, মে মাসের প্রায় অর্ধেক সময় পেরিয়ে গেলেও গত এপ্রিল মাসের বেতন-ভাতা পাননি তারা। অবিলম্বে বেতন-ভাতা পরিশোধ করা না হলে তারা কাজে যোগ দেবেন না বলেও জানান।

গত ৩৬ দিন ধরে উপাচার্য পদ শূন্য থাকায় আর্থিক, দাপ্তরিক কাজসহ সবকিছুতে অচলাবস্থা বিরাজ করছে। ফলে এখনো  গত এপ্রিল মাসের বেতন-ভাতা পায়নি বিশ্ববিদ্যালয় পরিবারের কেউই।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, মে ১৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ