ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্লাস চলাকালে বৈদ্যুতিক পাখা (ফ্যান) খুলে মাথায় পড়ে এক ছাত্রী আহত হয়েছেন।
শনিবার (২৩ মে) সকালে ক্লাস চলাকালে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ক্লাস চলছিল। হঠাৎ একটি ফ্যান চালু করতে সুইচ দেওয়ামাত্র ফ্যানটি খুলে সামিমা আক্তার নামে এক ছাত্রীর মাথায় পড়ে। দ্রুত ওই ছাত্রীকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়।
পরে সকাল ১০টার দিকে উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার ওই ছাত্রীকে দেখতে চিকিৎসা কেন্দ্রে যান। এ সময় তিনি আহতের শারীরিক অবস্থার খোঁজ নেন ও তার সুষ্ঠু চিকিৎসার নির্দেশ দেন।
এদিকে, সামিমার মাথার আঘাত তেমন গুরুতর নয় বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক। তবে ঝুঁকি এড়াতে সিটি স্ক্যান করাতে তাকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ারুল হক স্বপন বাংলানিউজকে বলেন, পর পর কয়েকদিন ভূমিকম্প হওয়ার কারণে ফ্যানগুলোর নাট খুলে যেতে পারে। আমরা বিভাগের সব ফ্যান চেক করছি।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, মে ২৩, ২০১৫
এসআর