ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে ২৬ মে থেকে গ্রীষ্ম ও রমজানের ছুটি

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, মে ২৪, ২০১৫
জাবিতে ২৬ মে থেকে গ্রীষ্ম ও রমজানের ছুটি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: গ্রীষ্মকাল ও রমজান উপলক্ষে আগামী ২৬ মে থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রায় দুই মাস ছুটি থাকবে।

শনিবার (২৩ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জাবি রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বাংলানিউজকে জানিয়েছেন।



জাবি রেজিস্ট্রার জানান, সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ মে থেকে ২৪ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। ২৫ জুলাই থেকে আবার যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হবে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে ৩০ মে থেকে ৪ জুন পর্যন্ত।

রমজানে অফিস কার্যক্রম খোলা থাকবে কি-না, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, মে ২৪, ২০১৫
আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।