ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

শিক্ষা

বাকৃবিতে প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৫, মে ২৪, ২০১৫
বাকৃবিতে প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদে কৃত্রিম প্রজনন ও পুনরুৎপাদন ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

ব্র্যাকের অর্থায়নে দেশের ৩২টি জেলা থেকে আসা ৩৭জন প্রশিক্ষণার্থী এ  কর্মসূচিতে অংশ নেয়।



রোববার (২৪ মে) সকাল ১০টার দিকে পশুপালনের অনুষদীয় সভাকক্ষে প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কোর্সের সমন্বয়ক প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে সার্টিফিকেট বিতরণ করেন পশুপালন অনুষদের ডিন প্রফেসর ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন ব্রাকের উপ মহাব্যবস্থাপক এ কিউ এম শফিকুর রউফ।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মে ২৪, ২০১৫
এসএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।