ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

তামাকমুক্ত দিবস উপলক্ষে এইউবি’র র‌্যালি

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০০, মে ৩১, ২০১৫
তামাকমুক্ত দিবস উপলক্ষে এইউবি’র র‌্যালি

ঢাকা: “ধূমপান ত্যাগ করো, ক্যান্সারমুক্ত জীবন গড়ো” -স্লোগানকে সামনে রেখে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করেছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

রোববার (৩১ মে) বিশ্ব তামাকমুক্ত দিবস ২০১৫ উপলক্ষে অনুষ্ঠিত র্যালিটির রাজধানীর উত্তরা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে আজমপুর মোড়ে গিয়ে শেষ হয়।



র‌্যালি শেষে সমাবেশেরও আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন এশিয়ান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক, ট্রেজারার অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, রেজিস্ট্রার মহিউদ্দিন নুরুল আবসার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) ইকবাল হোসাইন প্রমুখ।

এসময় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, মে ৩১, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।