ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

শিক্ষা

বাংলাদেশ স্কাউটস’র তিন দিনব্যাপী মাল্টিপারপাস ওয়ার্কশপ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১০, জুন ৪, ২০১৫
বাংলাদেশ স্কাউটস’র তিন দিনব্যাপী মাল্টিপারপাস ওয়ার্কশপ

ঢাকা: ২০১৪-১৫ সালের কার্যক্রম বাস্তবায়ন অগ্রগতির মূল্যায়ন এবং ২০১৫-১৬ সালের কার্যক্রম পরিকল্পনা প্রনয়ণের লক্ষ্যে জাতীয় মাল্টিপারপাস ওয়ার্কশপের আয়োজন করেছে বাংলাদেশ স্কাউটস।

৪-৬ জুন তিন দিনব্যাপী গাজীপুর মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে।



বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ স্কাউটস’র জনসংযোগ কর্মকর্তা মো. মশিউর রহমানের বরাত দিয়ে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ স্কাউটস’র প্রধান জাতীয় কমিশনার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব  ড. মো. মোজাম্মেল হক খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা ৭টায় ওয়ার্কশপের উদ্বোধনী ঘোষণা করেন।

ওয়ার্কশপে বাংলাদেশ স্কাউটস’র জাতীয় কমিশনার, জাতীয় উপ-কমিশনার, বিভিন্ন অঞ্চলের দায়িত্বশীল কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস’র প্রফেশনার স্কাউট সদস্যসহ ১৫০ জন কর্মকর্তা অংশ নেওয়ার কথা রয়েছে।

শনিবার (৬ জুন) সন্ধ্যা ৭টায় ওয়ার্কশপ স্যোসাল নাইট উদযাপন মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।