ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সড়কে শিক্ষার্থীদের অবস্থানের চেষ্টা, পুলিশের বাধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
সড়কে শিক্ষার্থীদের অবস্থানের চেষ্টা, পুলিশের বাধা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: টিউশন ফি’র ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবিতে বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সড়ক অবরোধের চেষ্টা করছেন।
 
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর কলাবাগান এলাকায় অবস্থিত এই দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্ব স্ব ক্যাম্পাস এলাকার সড়ক অবরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে পুলিশ জানিয়েছে।


 
তবে পুলিশি বাধার কারণে তারা সড়কে অবস্থান নিতে পারছেন না বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
 
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস বাংলানিউজকে জানান, শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের সামনে মানববন্ধন করছেন, তাতে পুলিশ বাধা দেয়নি। এখন তারা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ অবস্থানে জনদুর্ভোগের সৃষ্টি হবে বলে আমরা তাদেরকে সড়কে অবস্থান না করতে আহ্বান জানাচ্ছি।
 
বাংলাদেশ সময়: ০১০১ ঘণ্টা, সেপ্টম্বর ১২, ২০১৫
ফয়সাল/টিএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।