ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

শিক্ষা

ইংরেজি মাধ্যম স্কুলে ভ্যাট দিতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৯, অক্টোবর ১৪, ২০১৫
ইংরেজি মাধ্যম স্কুলে ভ্যাট দিতে হবে

ঢাকা: ইংরেজি মাধ্যম স্কুলের টিউশন ফির উপর আরোপ করা সাড়ে সাত শতাংশ ভ্যাট স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি নিয়ে অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বুধবার (১৪ অক্টোবর) হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন।



ফলে ইংরেজি মাধ্যম স্কুলের টিউশন ফির উপর আরোপ করা সাড়ে সাত শতাংশ ভ্যাট নিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এসএম মনিরুজ্জামান।

দুই অভিভাবকের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে ১৭ সেপ্টেম্বর বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ ছয়মাসের জন্য করারোপের সিদ্ধান্ত স্থগিত করেন।

পরে এ আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে যান রাষ্ট্রপক্ষ।

হাইকোর্টে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শাহদীন মালিক।

ওইদিন শাহদীন মালিক বলেন, শিক্ষার উপর কেউই এখন ভ্যাট দেয় না। তাহলে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা কেন দেবে? আদালত শুনানি নিয়ে ৭ দশমিক ৫ শতাংশ কর আরোপের সিদ্ধান্ত ছয়মাসের জন্য স্থগিত করেন। একইসঙ্গে রুল জারি করেন। রুলে সরকারের কর আরোপের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

তিনি আরও জানান, ২০১২ সালে সরকার ৪ দশমিক ৫ শতাংশ করারোপ করা হয় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের টিউশনের ওপর। এ বছর তা বাড়িয়ে ৭ দশমিক ৫ শতাংশ করা হয়।

এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে সানবীম স্কুলের শিক্ষার্থী ফাইজুল ইসলাম ও সানিডেল স্কুলের শিক্ষার্থী সেলিম আজমের অভিভাবকরা বুধবার (১৬ সেপ্টেম্বর) রিট দায়ের করেন।

রিটে বিবাদী করা হয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, শিক্ষাসচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।