ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি’র ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
ঢাবি’র ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার  (৩০ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ পরীক্ষা ১১টা ৩০ মিনিট পর্যন্ত চলে।


 
দেড় ঘণ্টার এ পরীক্ষায় কোনো ধরনের অসদুপায় অবলম্বনের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এএম আমজাদ। তিনি বাংলানিউজকে জানান, প্রতিটি কেন্দ্রে সতর্ক প্রহরাসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৫৬টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ২০টি স্কুল-কলেজসহ মোট ৭৬টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় আসনপ্রতি লড়েছেন ৪৩ জন ভর্তিচ্ছু।

এ বছর ‘ক’ ইউনিটে ১ হাজার ৬৬০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭১ হাজার ৩৫০ জন।

এদিকে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনগত মধ্যরাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র জালিয়াতির চেষ্টা করায় ১০ জনকে আটক করেছে ডিবি পুলিশ।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এসএ/আরএম

** প্রশ্নপত্র জালিয়াত চক্রের ১২ জন আটক
** ঢাবি’র ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।