ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে প্রজাপতি পার্ক নির্মাণে ৫ লাখ টাকা অনুদান

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
জাবিতে প্রজাপতি পার্ক নির্মাণে ৫ লাখ টাকা অনুদান ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রজাপতি পার্ক গবেষণা কেন্দ্র নির্মাণে ৫ লাখ টাকা অনুদান দিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।  

শনিবার (৩১ অক্টোবর) প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের হাতে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন।


 
বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনোয়ার হোসেনের তত্ত্বাবধানে এই গবেষণা কেন্দ্রটি পরিচালিত হচ্ছে।

চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল জব্বার হাওলাদার, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, অধ্যাপক ড. মনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত কোষাক্ষ্য মোসানুল কবীর, জনসংযোগ অফিসের উপ-পরিচালক আবদুস সালাম মিঞা প্রমুখ।

মুকিত মজুমদার বাবু বলেন, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়ায় আমরা আনন্দিত। প্রজাপতি সংরক্ষণ ও গবেষণায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহযোগিতা অব্যাহত থাকবে।

উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ  সমৃদ্ধ। গণমাধ্যম বিশেষত টেলিভিশন প্রকৃতি চিনতে, জানতে সহায়তা করে। প্রকৃতি সংরক্ষণ বিষয়ে টেলিভিশনগুলোতে গণসচেতনতা মূলক অনুষ্ঠান হলে প্রকৃতির প্রতি মানুষের আগ্রহ আরো বৃদ্ধি পেতে পারে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।