ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শেষ হল জাবির প্রথমবর্ষের ভর্তিযুদ্ধ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
শেষ হল জাবির প্রথমবর্ষের ভর্তিযুদ্ধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

সোমবার (০২ নভেম্বর) শেষ দিনে ‘সি’ ইউনিটের অধীনে (কলা ও মানবিকী অনুষদ) জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, প্রত্নতত্ত্ব, নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।



‍বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম জীববিজ্ঞান অনুষদ ভবনে ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল জববার হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

চলতি শিক্ষাবর্ষে প্রায় ২ হাজার আসনের বিপরীতে ২ লাখ ২৬ হাজার ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেন।

২৫ অক্টোবর ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) পরীক্ষা দিয়ে এবারের ভর্তিযুদ্ধ শুরু হয়।

ভর্তি পরীক্ষার ফলাফলসহ বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.juniv.edu/admission পাওয়া যাচ্ছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।