ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
ঢাবি ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৬ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বাইরের বিভিন্ন কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়।



১২০ নম্বরের একঘণ্টার এমসিকিউ পরীক্ষা সকাল ১১টা পর্যন্ত চলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ঢাবির ঘ ইউনিটে ৯০ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন।

এই ইউনিটের অধীনে বিভিন্ন বিভাগে ১ হাজার ৪৬৫ জন শিক্ষার্থী স্নাতক শ্রেণিতে ভর্তির সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রক্টর এ আমজাদ আলী জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৫২টি ও ক্যাম্পাসের বাইরে ৩৫টি স্কুল-কলেজসহ মোট ৮৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে প্রশ্ন দেওয়ার কথা বলে ভর্তিচ্ছুদের সঙ্গে প্রতারণার চেষ্টার অভিযোগে পরীক্ষার আগে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ দুইজনকে ধরে গোয়েন্দা পুলিশে সোপর্দ করা হয়।

ভর্তি জালিয়াতি ও প্রশ্নফাঁস  ঠেকাতে পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন এবং বাইরে যোগাযোগ করা যায় এমন যে কোনো ইলেক্ট্রনিক ডিভাইস নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যে কোনো অনিয়মের তাৎক্ষণিক শাস্তির জন্য ভ্রাম্যমাণ আদালতও ছিল।

এর আগে কলা অনুষদের ‘খ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে গত ৯ অক্টোবর প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।