ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যবিপ্রবি রিজেন্ট বোর্ডের ৩০তম সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
যবিপ্রবি রিজেন্ট বোর্ডের ৩০তম সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রিজেন্ট বোর্ডের ৩০তম সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে যবিপ্রবি চ্যান্সেলরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।



যবিপ্রবি ভাইস-চ্যান্সেলর ও রিজেন্ট বোর্ডের সভাপতি প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার এতে সভাপতিত্ব করেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, শিক্ষা মন্ত্রণায়লেয় অতিরিক্ত সচিব হেলাল উদ্দিন, বিসিএসআইআর’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. নজরুল ইসলাম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. গোলাম শাহি আলম, যবিপ্রবি ট্রেজারার প্রফেসর শেখ আবুল হোসেন, পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আব্দুল মজিদ, যশোর সরকারি এম এম কলেজের অধ্যক্ষ নমিতা রানী বিশ্বাস, যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু তোরাব মোহাম্মদ হাসান, যশোর আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সিরাজুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আজিজুল ইসলাম ও প্রফেসর রুস্তম আলী, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আনিছুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. জিয়াউল আমিন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. সাইবুর রহমান মোল্লা ও রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার আহসান হাবীব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।