ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সলঙ্গায় দুই শিক্ষককে বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
সলঙ্গায় দুই শিক্ষককে বহিষ্কার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা চলাকালে দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে সলঙ্গা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. উলফৎ আরা খাতুন ওই দুই শিক্ষককে বহিষ্কার করেন।



বহিস্কৃতরা হলেন- সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামিমা খাতুন ও দাদপুর জিআর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুল হক।

জেএসসি পরীক্ষার সলঙ্গা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব ও সলঙ্গা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার ভৌমিক বাংলানিউজকে জানান, পরীক্ষার হলে অবহেলার অভিযোগে ‘পরীক্ষার হলের দায়িত্ব’ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।