ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি ‘ঘ’ ইউনিটের ফল সোমবার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
ঢাবি ‘ঘ’ ইউনিটের ফল সোমবার

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ফল সোমবার (০৯ নভেম্বর) প্রকাশিত হবে।

ওইদিন দুপুর দেড়টায় কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।



রোববার (০৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।

কেন্দ্রীয় ভর্তি অফিস সূত্রে জানা যায়, ফল প্রকাশ  হওয়ার পর উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে  (admission.eis.du.ac.bd )   ভর্তিচ্ছুরা তাদের ফল জানতে পারবেন।

এছাড়া মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে ফলাফল জানা যাবে।

এ জন্য যে কোনো মোবাইল অপারেটর থেকে DU স্পেস দিয়ে GHA স্পেস দিয়ে রোল নম্বর টাইপ করে ১৬৩২১ নম্বরে সেন্ড করতে হবে।
ফিরতি এসএমএস-এ ফলাফল জানিয়ে দেওয়া হবে।
 
গত শুক্রবার (০৭ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৫২টি ও ক্যাম্পাসের বাইরের ৩৫টি কেন্দ্রসহ মোট ৮৭টিকেন্দ্রে  এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
 
এই ইউনিটের ১ হাজার ৪৬৫টি আসনের জন্য এ  বছর ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৯০ হাজার ১৩০ জন।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
এসএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।