ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আন্দোলনে অচল সাতক্ষীরা মেডিকেল কলেজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
আন্দোলনে অচল সাতক্ষীরা মেডিকেল কলেজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: ২৫০ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ হাসপাতাল চালুর দাবিতে শিক্ষার্থীদের ধর্মঘটে অচল হয়ে পড়েছে সাতক্ষীরা মেডিকেল কলেজ।

সোমবার (০৯ নভেম্বর) সকালে আন্দোলনের দশম দিনে শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে রাজপথে নেমে আসেন।



এ সময় তারা তারা সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়কের ওপর শুয়ে পড়ে অবস্থান ধর্মঘট পালন করেন। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রেণিকক্ষে না ফেরার ঘোষণা দেন তারা।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, কলেজের শেষবর্ষের শিক্ষার্থী অরিন আক্তার, সালমান আমির, আব্দুল আল-মামুন, আলমগীর হোসেন ও আসলাম হোসেন, খালেক সাইফুল, আহসান হাবিব প্রমুখ।

শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এক্ষেত্রে আমাদের করার কিছুই নেই।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।