ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: চলতি বছরে রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং স্নাতক পর্যায়ে প্রথম বিভাগ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সালেহা-ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার ভবানীগঞ্জ নিউমার্কেট এলাকায় এ সংবর্ধনা দেওয়া হয়।



সংগঠনটির চেয়ারম্যান স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস এম জার্জিস কাদির, বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মিসেস তহুরা হক, বাগমারার উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অনিল কুমার সরকার, যুগ্ম-সম্পাদক ইব্রাহিম হোসেন, তাহেরপুর  পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মোসলেহ উদ্দিন, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান, মচমইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রতীক দাস রানা ও শিক্ষক মাহফুজুর রহমান।

অনুষ্ঠানে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও কৃতি শিক্ষার্থীদের অভিভাবক ছাড়াও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চলতি বছরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে জিপিএ-৫ এবং স্নাতক পর্যায়ে প্রথম বিভাগ পাওয়া ২৯৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

এসময় কৃতি শিক্ষার্থীদের সনদপত্রসহ বিভিন্ন শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে।

সালেহা-ইমারত ফাউন্ডেশন ২০০৬ সাল থেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে আসছে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
এসএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।