ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুবির সমাবর্তন সফলে সহযোগিতা চাইলেন উপাচার্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
খুবির সমাবর্তন সফলে সহযোগিতা চাইলেন উপাচার্য ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ৫ম সমাবর্তন অনুষ্ঠানের পূর্বপ্রস্তুতি ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।



সভায় উপাচার্য ৫ম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতির আগমন এবং সমাবর্তন অনুষ্ঠানসহ রাষ্ট্রপতির এ সফর সুন্দর ও সফল করার জন্য সব মহলের সহযোগিতা প্রত্যাশা করেন।

তিনি বলেন, খুলনা অনেক দিক থেকেই সুন্দর ও শান্তিপূর্ণ। তাই আমরা সম্মিলিতভাবে এ অনুষ্ঠানকে সফল করতে চাই।

সভায় বিশেষ করে আইন-শৃঙ্খলাসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের প্রস্তুতি ও অগ্রগতি পর্যালোচনা করা হয়।

প্রস্তুতির যেসব দিক এখনও পিছিয়ে আছে তা শিগগিরই এগিয়ে নেওয়ার জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানান উপাচার্য।

এতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার খান আতিয়ার রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্ট, জেলা প্রশাসক, খুলনা মেট্রোপলিটন পুলিশসহ (কেএমপি) আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার এবং অন্যান্য সিভিল প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আগামী ২৫ নভেম্বর (বুধবার) খুবি’র ৫ম সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।