ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রুয়েটে আন্তর্জাতিক সম্মেলন শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
রুয়েটে আন্তর্জাতিক সম্মেলন শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) প্রথমবারের মতো দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ সম্মেলনের উদ্বোধন  করেন র‍ুয়েটের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম বেগ।



বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. মো. নজরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সিইসি বিভাগের প্রফেসর ড. রবিউল ইসলাম।

কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং (আইসিসিই) বিষয়ক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন  ভারতের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. অর্নিবাণ মুখোপাধ্যায়, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক (প্রশিক্ষক) প্রকৌশলী মো. ইনামুল কবীর এবং রুয়েট কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রফেসর ড. মো. শহীদ উদ জ্জামান।

রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিইসি) বিভাগ আয়োজিত সম্মেলনে দেশি-বিদেশি তথ্য প্রযুক্তি বিষয়ক শিক্ষাবিদ, গবেষকরা অংশ নিচ্ছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী বিভিন্ন টেকনিক্যাল সেশন এবং সন্ধ্যায় এই কনফান্সের সমাপনী অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।