ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সরকারি স্কুলে অনলাইনে শিক্ষার্থী ভর্তির অাবেদন শুরু মঙ্গলবার

সিনিয়র করেসপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
সরকারি স্কুলে অনলাইনে শিক্ষার্থী ভর্তির অাবেদন শুরু মঙ্গলবার

ঢাকা: ঢাকা মহানগরীসহ (চট্টগ্রাম মহানগরী ছাড়া) দেশের বিভাগীয় ও জেলা সদরে অবস্থিত সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৬ শিক্ষাবর্ষের অনলাইনে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে মঙ্গলবার (০১ ডিসেম্বর)।

সকাল ১০টা ৪৫ মিনিটে শুরু হবে অাবেদন গ্রহণ।

সোমবার (৩০নভেম্বর) দিনগত রাত ১২টা ০১ মিনিটের পরিবর্তে নতুন এ সময় নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর।

অধিদফতরের মহাপরিচালক ফাহিমা খাতুন স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ধানমণ্ডি বয়েজ হাইস্কুলে অনলাইন ভর্তি কার্যক্রমের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন- ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

অনলাইনে ভর্তির আবেদনপত্র গ্রহণের সময়সীমা ১৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অপরিবর্তিত রয়েছে।

প্রথম শ্রেণিতে ভর্তি করা হবে লটারির মাধ্যমে। আর দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা ও নবম শ্রেণিতে জেএসসি ও জেডিসি’র ফলাফলের ভিত্তিতে ভর্তি করা হবে।

এবার রাজধানীর স্কুলগুলোকে ক্যাচমেন্ট এরিয়া (সংলিষ্ট এলাকার কোটা) নির্ধারণ করে ৪০ শতাংশ এলাকা কোটা অনুসরণ করতে বলা হয়েছে নীতিমালায়।

নীতিমালা অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন না করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

টেলিটক মোবাইলে আবেদন ফি ১৫০ টাকা প্রদান করতে হবে। ভর্তির ক্ষেত্রে www.gsa.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন করতে হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ০৮৫৯ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।