ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ছাত্রলীগের সংঘর্ষের জের

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধ ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধ ঘোষণা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের জের ধরে শীতকালীন ছুটি শুরুর ১১ দিন আগেই ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন কলেজের প্রিন্সিপাল ড. নুরুল ইসলাম।



তিনি বলেন, আগামী ১৪ ডিসেম্বর থেকে কলেজের শীতকালীন ছুটি শুরু হওয়ার কথা। কিন্তু ছাত্রদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে ক্যাম্পাস ১১ দিন আগেই বন্ধ করে দিতে হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ড. নুরুল ইসলাম আরও বলেন, ছাত্ররা বৃহস্পতিবার রাত ৮টার মধ্যে হল ত্যাগ করেছেন। মেয়েদের শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ১০টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ২৬ ডিসেম্বর ক্যাম্পাস খুলবে বলে জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার বিকেলে ছাত্রলীগ নেতা হাবিব ও রানা গ্রুপের মধ্যে কলেজ ছুটির বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এ সময় রানা (২২) ও সাকিরুল (২০) নামে দু’জন আহত হন। পরে আহত দু’জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
আরএইচএস/আরএম

** ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।