ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে সিএসই ফেস্টিভ্যাল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে সিএসই ফেস্টিভ্যাল ছবি : সংগৃহীত

ঢাকা: ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ‘চতুর্থ সিএসই ফেস্টিভ্যাল-২০১৫’ শুরু হয়েছে।

শুক্রবার (০৪ ডিসেম্বর) এর উদ্বোধনী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।



এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার। অনুষ্ঠানটির উদ্বোধন ও সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. আবদুল মান্নান চৌধুরী।

স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ড. মুশফিক এম. চৌধুরী। আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম নুরুল ইসলাম; ট্রেজারার মোর্শেদা চৌধুরী  এবং সিএসই বিভাগের প্রধান কাজী হাসান রবিন।

শনিবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় উৎসবের সমাপনী অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। বিশেষ অতিথি থাকবেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি ও সম্মানিত অতিথি হিসেবে থাকবেন আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।