ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবি’তে সমাজবিজ্ঞান বিভাগ প্রিমিয়ার লিগ শুরু শুক্রবার

বশেমুরবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
বশেমুরবিপ্রবি’তে সমাজবিজ্ঞান বিভাগ প্রিমিয়ার লিগ শুরু শুক্রবার

গোপালগঞ্জ: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) দুই দিনব্যাপী সমাজবিজ্ঞান প্রিমিয়ার লিগ(এসপিএল) শুরু হতে যাচ্ছে। সমাজবিজ্ঞান বিভাগের আয়োজনে এ লিগ শুরু হচ্ছে শুক্রবার (১২ ফেব্রুয়ারি)।



বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) এসপিএল পরিচালনা কমিটির প্রধান অভিজিৎ সাহা এ তথ্য জানিয়েছেন। লিগ পরিচালনা কমিটিতে আরও রয়েছেন- নাহিদ, রোকন, জুয়েল ও রহমতউল্লাহ। খেলায় ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষ মিলে তিনটা দল গঠন করেছে।

ক্রীড়া কমিটির সার্বিক তত্ত্বাবধান ও শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মজনুর রশিদ। এতে উপদেষ্টা হিসেবে রয়েছেন- ছায়েদা মাহমুদা, শামিমা নাসরিন ও সহকারী অধ্যাপক মো. আনিসুর রহমান।

খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন- সমাজবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সাজু রহমান, সাদ্দাম হোসেন ও ফরিদ আহমেদ।

বাংলাদেশ সময়: ০৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।