ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নকলে সহায়তার দায়ে ৪ শিক্ষককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
নকলে সহায়তার দায়ে ৪ শিক্ষককে জরিমানা ছবি: প্রতীকী

চুয়াডাঙ্গা: দাখিল পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের নকলে সহযোগিতার দায়ে চুয়াডাঙ্গায় মাদ্রাসার চার শিক্ষককে এক হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গার সিনিয়র আলিয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মুনিবুর রহমান অভিযান চালান।



অভিযুক্ত শিক্ষকরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদাহ দাখিল মাদ্রাসার শিক্ষক শফিউদ্দীন, হাজরাহাটি দাখিল মাদ্রাসার ইদ্রিস আলী, বেগমপুর মাদ্রাসার আশরাফুল ইসলাম ও সরাবাড়িয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মুক্তার হোসেন।

ওই কেন্দ্রের দায়িত্বে থাকা সদর থানার উপপরিদর্শক (এসআই) আনারুল ইসলাম বাংলানিউজকে জানান,  মঙ্গলবার দাখিল পরীক্ষায় ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা চলছিল। পরীক্ষা পরিদর্শনে এসে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিবুর রহমান নকলে সহায়তার অভিযোগে ওই শিক্ষকদের আটক করেন। পরে তাদের জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।