ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইউল্যাবে ইটিই বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
ইউল্যাবে ইটিই বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ

ঢাকা: ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগে স্প্রিং সেমিস্টারে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ইউল্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ইউল্যাব-এর বি ক্যাম্পাসের সেমিনার কক্ষে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের ইউল্যাবের ইটিই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রেজাউল করিম মজুমদার বিভিন্ন দিক নির্দেশনা দেন।

এসময় উপস্থিত ছিলেন স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাডভাইসর ড. মোহাম্মদ শরিফ উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
আরএইচএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।