ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতা

গণ বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গণ বিশ্ববিদ্যালয় (সাভার): ‘বিতর্ক হোক যুক্তির, বিতর্ক হোক সত্যের’ প্রতিপাদ্যে সাভার গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।   

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৪১৭ নম্বর কক্ষে এ সমাপনী অনুষ্ঠিত হয়।

আইন বিভাগের শিক্ষার্থীদের বিতর্ক সংগঠন গ্রুপ লিবারেল অব ডিবেটরস (গোল্ড) প্রথমবারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন।

গোল্ড’র মডারেটর ও আইন বিভাগের শিক্ষক মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- আইন বিভাগের প্রধান মো. রফিকুল আলম।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় ৮টি ব্যাচ অংশ নেয়। চূড়ান্ত পর্বে ৮ম ও ১২তম ব্যাচ অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ৮ম ব্যাচ চ্যাম্পিয়ন হয়। ৮ম ব্যাচের দলপতি ফেরদৌস আলম শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
আরএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।