ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে মামলায় শাবি প্রেসক্লাবের নিন্দা

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে মামলায় শাবি প্রেসক্লাবের নিন্দা

(শাবিপ্রবি): ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে মামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। শনিবার সংগঠনের এক সভায় এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।



শাবি প্রেসক্লাবের সভাপতি জাবেদ ইকবাল ও সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলীর উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সাংবাদিক নেতারা বলেন, ২০০৭ সালের ১/১১-র সময় রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার দেয়া সংবাদ যাচাই না করে ছাপানো তাঁর (মাহফুজ আনাম) সম্পাদকীয় জীবনের সবচেয়ে বড় ভুল ছিল বলে স্বীকার করেছেন তিনি।  

তারা আরো বলেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার দেয়া তথ্য ছাপানো যদি ভুল হয়ে থাকে, তাহলে তথ্যদাতা হিসেবে তাদেরকেই (গোয়েন্দা সংস্থা) প্রথমে আইনের আওতায় নিয়ে আসা উচিত ছিল। সে সময় গোয়েন্দা সংস্থার তথ্য ছাপানো একজন সাংবাদিক ও সম্পাদক হিসেবে মাহফুজ আনামের ভুল অবস্থান ছিল না। তবে সেই সময় তথ্য যাচাই করে ছাপালে, সাংবাদিকতার এক অনন্য নজির স্থাপন করতে পারতেন মাহফুজ আনাম।

প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে জেলায় জেলায় মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানি ও রাষ্ট্রদ্রোহিতার ঢালাও অভিযোগ এনে এতগুলো মামলা করায় বিষয়টি হয়রানির পর্যায়ে চলে গেছে। এ ধরনের অবস্থান অগণতান্ত্রিক ও প্রতিক্রিয়াশীল চক্রকে তাদের দুরভিসন্ধিমূলক অপপ্রয়াস চালানোর সুযোগ করে দিতে পারে বলে এ সময় আশঙ্কা করেন সাংবাদিক নেতারা।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।